হাবিবুর রহমান জুসেফ:-
বিশ্ব নাট্যদিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ নাট্যগোষ্ঠীর আলোচনা সভা অনুষ্টীত হয়েছে। শুক্রবার সন্ধায় শায়েস্তাগঞ্জ দেশ মঞ্চে সভাপতি এড্যভোকেট হুমায়ুন কবির সৈকতের সভাপতিত্তে ও সাধারন সম্পাদক হারুন সাঁই এর পরিচালনায় , আলোচনায় অংশ নেন সহসভাপতি জিতু আহমেদ মাখন,রাজু বিশ্বাস, সিনিয়র সদস্য ফারুক দেওয়ান, আসফাকুর রহমান পলিন, কিতাব আলী শাহিন, সুশিল বসাক, মুখলেছুর রহমান,কামরুল হাসান,ফখরুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক দেলোয়ার হোসেন, জুসেফ হাবিব, শাহীন আহমেদ, সিরাজুল ইসলাম, প্রমূখ।
পরে সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।