প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সারাদেশের ন্যায় হবিগঞ্জ-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এমিপ মজিদ খানকে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী বলেন, মহান স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বাংলাদেশের সকল অগ্রযাত্রার সাথে জড়িত রয়েছে নৌকা। জাতির পিতা ও জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাজ করে যাবে। আজমিরীগঞ্জেও নৌকার বিজয় নিশ্চিতে সকল নেতাকর্মীকে আরো সুসংগঠিত হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়ের সভাপতিত্বে ও যুগ্ম আবায়ক মমিনুর রহমান সজিবের পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক তালুকদার শাহীন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়া চৌধুরী সুমন, উপ প্রচার সম্পাদক মোঃ আলম মিয়া, উজ্জ্বল আহমেদ, উজ্জ্বল মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য কবির আহমেদ, শিবলু আহমেদ, আদনান, আশিকুন নবী রনি, অলিউর রহমান, মজিবুর রহমান, ফিরোজ আলম, তৌফিকুল ইসলাম মিল্টন, অরুণ কুমার তালুকদার, মোঃ মুক্তার হোসেন প্রমুখ।