আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে পিটিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা দেড়টার দিকে বাহুবল উপজেলার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
এ ঘটনায় আহত ছাত্র মহিবুল ইসলামকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মহিষদুলং গ্রামের দরবেশ আলীর পুত্র মহিবুল ইসলাম (১৬) এসএসসি পরীক্ষার্থী হিসেবে সকালে ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে হাজির হয়।
ওই সময় নোটিশ বোর্ডের সামনে দাড়ানো নিয়ে একই উপজেলার ডিএনআই স্কুলের ছাত্র আমিনুলের মাঝে ধাক্ষাধাক্ষির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে মহিবুল ইসলাম পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পৌছামাত্র একদল দুর্বৃত্ত ওই এসএসসি পরীক্ষার্থী ছাত্রের উপর হামলা চালায়।
এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেওয়া দেওয়া হয়েছে।