বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। মানুষের একটি সদি”চ্ছাই হয়তো অন্য একজন মানুষের প্রয়োজনের খোরাক হতে পারে। মানুষের প্রাত্যহিক জীবনের ব্যবহারের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহাযোগ্য অনেক পোষাক-পরিচ্ছেদ আমাদেও নিজগৃহে অযথাই পড়ে থাকে।
একটা সময় এই পোশাকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অথচ একটু আন্তরিক সদিচ্ছাইতেই এই পোষাকগুলো ব্যবহারের দ্বারা কোনো শীতার্ত মানুষ উপকৃত হতে পারে। কিন্তু মহৎ উদ্যোগের অভাবে অনেকটা সময় এই কাজগুলোর প্রতি মানুষকে অনুপ্রাণিত করা সম্ভব হয়না। আর মানবতার ডাকে সাড়া দিয়ে এই ব্যতিক্রমী কাজটি করেই মহানুভবতার পরিচয় দিল বানিয়াচংয়ের ফেসবুক ভিত্তিক গ্রুপ “দ্য এ্যামাজিং বানিয়াচং” নামের একটি অনলাইন সংগঠন।
একঝাঁক প্রাণোচ্ছল তরুণ শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনটি গঠিত। বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে রংতুলির আঁছড় দিয়ে তৈরী করা হয়েছে এই মানবতার দেয়াল। সমাজের অবহেলিত মানুষের জন্য মানবিকতার বার্তা নিয়ে এই দেয়ালটি নিয়ে এসেছে এক অন্যরকম আবেদন। মানবতার এই দেয়ালে রাখা হয়েছে কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা।
সেই সাথে দেয়ালে একদিকে লেখা রয়েছে “অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান এবং অপর দিকে লেখা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। নজরকাড়া এই উদ্যোগটি গ্রহন করে সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে দ্য এ্যামাজিং বানিয়াচং। সংগঠনটি পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কিছু দিনের মধ্যে বানিয়াচংয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।