ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তিনি কাশিমপুর-২ নম্বর কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ডা. জীবন জানান, দীর্ঘ ৪৩ দিন কারাগারে থাকার পর শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে থেকে ডা. জীবন মনোনয়নপত্র জমা দিয়েছেন।