স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ১০ বছর পূর্বে হবিগঞ্জ ছিল অবহেলিত এবং পিছিয়ে পড়া জনপদ। কিন্তু হবিগঞ্জের জনগণ নৌকাকে বিজয়ী করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে হবিগঞ্জে যুগান্তকারী উন্নয়ন সাধন করতে পেরেছি। তবে এখনও অনেক কাজ করার সুযোগ রয়েছে। তাই অগ্রগতির স্বার্থে আবারো নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারীদেরকে আর ঘরে বসে থাকলে হবে না। তাদেরকেও নৌকার জন্য মাঠে-ময়দানে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে সংসদ সদস্যের বাসভবনে জেলা মহিলা আওয়ামী লীগের পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আড়াইশ’ শয্যার হাসপাতাল, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালু, আধুনিক স্টেডিয়াম, ১০ তলা জুডিসিয়াল ভবন, সরকারি বৃন্দাবন কলেজে অনার্স মাস্টার্স, শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, হবিগঞ্জ-লাখই সড়কে দেড়শ’ কোটি টাকা বরাদ্দসহ ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি। এ সময় সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি এলাকায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মহিলা আওয়ামী লীগের নেত্রীদের প্রতি আহবান জানান তিনি। মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হাত তুলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের পরিচালনায় পরামর্শ সভা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, সৌকত আরা চৌধুরী, শাহানারা বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, সহ সভাপতি খুদেজা বেগম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট জেবুন্নেছা মুক্তা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শেফা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহিলা মেম্বার পান্না বেগম, মহিলা মেম্বার রিনা খাতুন, রোবা খাতুন, মিনারা খাতুন, সাবেক মহিলা মেম্বার জরিনা খাতুন প্রমুখ।
এছাড়াও জেলা এবং সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেত্রীরা এই পরামর্শ সভায় অংশ নেন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তাহেরা বেগম এবং গীতা পাঠ করেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী।