সৈয়দ সালিক আহমেদ ॥ পুষ্টি জনস্বাস্থ্যের, শারীরিক বৃদ্ধি ও মেধা বিকাশের গুরুত্বপূর্ণ নিয়ামক এবং স্বাস্থ্য ও শিক্ষার সর্বোচ্চ অর্জনে মৌলিক বিষয় হিসেবে দৃঢ়ভাবে স্বীকৃত। এসব অর্থে পুষ্টি একই সঙ্গে উন্নয়নের যোগান ও ফলাফল বয়ে আনে। এছাড়া শক্তিশালী জাতি গঠনে পুষ্টি অপরিসীম ভুমিকা পালন করে।
সোমবার সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় বক্তাগণ একথা বলেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মোঃ সফিউল আলম। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী, উপ-পরিচালক সমাজসেবা হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদি মোঃ শাহ পরান, সেইভ দা চিলড্রেনের কানিজ ফাতেমা প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ডাঃ এস এম মাহমুদ। সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিকিল রঞ্জন শর্মা।