হবিগঞ্জ প্রতিনিধি : জেলার সর্বত্র দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এসব ব্যবসায় শিক্ষার্থীসহ প্রবাসির স্ত্রীরা বেশি জড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্ল্যাট বাসায় এসব ব্যবসা দেড়ারছে চলছে। ইতিমধ্যে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে ডিবি পুলিশ খদ্দেরসহ কলগার্লদের আটক করে কোর্টে প্রেরণ করলে আইনের ফাঁক ফোকড় দিয়ে বেরিয়ে এসে পুণরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে।
গত শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম মাধবপুর শহরের সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে খদ্দেরসহ ৩ কলগার্লকে আটক করে।
এ সময় এই ব্যবসার মূল হোতা মাহমুদ মিয়া পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হল, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার খামারগাও গ্রামের মৃত মখলেছ মিয়ার পুত্র রেলওয়ে অফিসের গার্ড খদ্দের খালেদ আহমেদ (৩০), মাধবপুর সবুজবাগ এলাকার সর্দার মাহমুদের স্ত্রী লাকি বেগম (৩০), ভোলা জেলার বুরহান উদ্দিন উপজেলার দেওলা গ্রামের রফিকুল ইসলামের কন্যা দুলা আক্তার (২০) ও পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলা সদরের আবুল কালামের কন্যা কলেজ ছাত্রী নদী আক্তার (২০)।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ সুত্র জানায়, অনেক শিক্ষার্থী ও প্রবাসির স্ত্রীরা বোরকা ও নেকাব পড়ে আবাসিক হোটেল ও ফ্ল্যাট বাসায় আসা যাওয়া করে। যার ফলে তাদেরকে চিনার কোন উপায় নেই। গতকাল রবিবার বিকেলে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।