নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বানিয়াচং-মার্কুলী সড়কের বগি গোদারা ঘাটে কুশিয়ারা নদীতে ব্রীজের অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার ২টি ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের।
কুশিয়ারা নদীর উপর একটি ব্রীজ নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ উন্নয়নের প্রসার হবে। একটি ব্রিজের অভাবে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর,৬নং কাগাপাশা ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কোলুন ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষ বছরের পর বছর পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাগাপাশা ইউনিয়নের এ সড়কের বগি গুদারা ঘাটে ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে জানা গেছে, কাগাপাশা ইউনিয়নের বগি, ধনপুর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম লোহাজুরী মাদ্রাসা,দারুল আরকাম মিলন বাজার মাদ্রাসা,সাউতুল হেরা আনন্দ বাজার মাদ্রাসা,বাগান বাড়ী কিন্ডার গার্ডেন আনন্দ বাজার এবং একতা উচ্চ বিদ্যালয় ও মিলন বাজার,আনন্দ বাজার,মকার বাজার এবং দৌলতপুর ইউনিয়নের মার্কুলি বাজার,চক বাজার এবং ওই সড়কের যাএী ছালিত চান্দের গাড়ী,টলি,মটর সাইকেলসহ বিভিন্ন যান ও প্রায় ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ ডামের ভেলা বানিয়ে কুশিয়ারা নদী পারাপার হচ্ছেন ।
বানিয়াচং উপজেলা আদর্শ রিপোটার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দা সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, কালের বিবর্তনে এবং দেশের স্থলপথের উন্নয়নের ফলে এ অঞ্চলের হাজার হাজার মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে পিছিয়ে রয়েছে । বছরের পর বছর চরম অবহেলায় এ অঞ্চলের শত শত পেশাজীবি মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকাযোগে কুশিয়ারা নদী পার হয়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করছেন।
এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দূরবর্তী হওয়ায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা কুশিয়ারা নদী পার হয়ে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছে। বিভিন্ন সময় নৌকাডুবির মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটছে। অবহেলিত এ অঞ্চলের লোকজনের দাবি কুশিয়ারা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ। এ ব্রীজ নির্মাণ হলে উপজেলা,জেলা,বিভাগ,ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ক্ষেত্রে খুব সহজ হবে। জনস্বার্থে এ ব্রিজটি হওয়া প্রয়োজন। এ ব্রিজ নির্মাণ হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ জানান- আমাদের উপজেলা পরিষদ থেকে কুশিয়ারা নদীতে ব্রিজের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে যত দ্রত সম্ভব বগী গুদারা ঘাটের কুশিয়ারার নদীর উপর একটি ব্রীজ নির্মাণ করা খুব জরুরি ।