নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের ঐতিহ ̈বাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথের ৬টি আন্তঃন্গর টেধনের টিকেট সংকট নিরসনে ও টিকেট বৃদ্ধিদাবিতে রেল মন্ত্রীর কাছে হবিগঞ্জ জেলা নাগরিক কমিটি নেতন্দের ̄§ারক লিপি ও রেলওয়ে বিভাগীয় বানিজি ̈ক কর্মকর্তার বরাবরে ষ্টেশন মাষ্টারের লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, হবিগঞ্জ জেলা পর্যটন ও শিল্পনগরী হওয়ায় সিলেট বিভাগের প্রবেশদ্বার প্রাণকেন্দধ ঐতিহ ̈বাহী শায়ে ̄Íাগঞ্জ রেলওয়ে জংশন হতে প্রতিদিন ৬টি আন্তঃনগর টেধনের শহ ̄ধাধিক যাত্রী শায়ে ̄Íাগঞ্জ-ঢাকা, শায়ে ̄Íাগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর টেধন যোগে যাতায়াত করে থাকে। এছাড়া সরকারী, আধা-সরকারী এবং ̄^ায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসের কাজে প্রতিনিয়ত ঢাকা ও চট্টগ্রাম রেলপথে যাতায়াত করতে দেখা যায়। কিন্তু শায়ে ̄Íাগঞ্জ হতে ঢাকা এবং চট্টগ্রামগামী টেধনের যাত্রীর তুলনায় শায়ে ̄Íাগঞ্জ রেলওয়ে ষ্টেশনে টিকেট বরাদ্ধের সংখ ̈া খুবই অপ্রতুল। ৬টি আন্তঃনগর টেধনে বর্তমানে শ্রেণী ভিত্তিক ২৪৪টি টিকেট বরাদ্ধ রয়েছে। এই আসন সংখ ̈া নিয়ে শায়ে ̄Íাগঞ্জ-ঢাকা আন্তঃনগর কালনী শোভন চেয়ার ৫০টি, আন্তঃনগর জয়ন্তিকা শোভন চেয়ার ২৫টি ও ১ম বার্থ
২টি, আন্তঃনগর পারাবত শোভন চেয়ার ১০টি ও শোভন ২০টি এবং শায়ে ̄Íাগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর উদয়ন ৩৮টি, কুমিল্লা শোভন ৫টি, লাকসাম শোভন ৫টি, ফেনী ২টি, আন্তঃনগর পাহাড়িকা শায়ে ̄Íাগঞ্জ-চট্টগ্রাম এসি ি ̄œগ্ধা ৪টি, প্রথম শ্রেণী ২টি, শোভন ২২টি, কুমিল্লা ৮টি, লাকসাম ৫টি ও ফেনী শোভন ৫টি বরাদ্ধ টিকেট নিয়ে যাত্রীদের দুর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে শায়ে ̄Íাগঞ্জ রেলওয়ে জংশনে প্রতিদিন ৬টি টেধনের আসন ৮৫০টি শ্রেণী ভিত্তিক চাহিদা বৃদ্ধি জন ̈ শায়ে ̄Íাগঞ্জ-ঢাকা আন্তঃনগর কালনী শোভন ১০০টি, আন্তঃনগর জয়ন্তিকা শোভন চেয়ার ৮০টি ও ১ম শ্রেণী ৫টি, আন্তঃনগর উপবন শোভন চেয়ার ৫০ টি ও ১ম বার্থ ৬টি, আন্তঃনগর পারাবত শোভন চেয়ার ১০০টি, শোভন ২০টি ও ১ম শ্রেণী ৩টি এবং শায়ে ̄Íাগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর উদয়ন ১ম বার্থ ৬টি, শোভন চেয়ার ২০টি, ও শোভন ১৫০টি, কুমিল্লা শোভন ২০টি, লাকসাম ২০টি ও ফেনি শোভন ১০টি, আন্তনগর পাহাড়িকা এসি ি ̄œগ্ধা ১০টি, ১ম শ্রেণী ১০টি, শোভন চেয়ার ২০টি, শোভন ১৫০টি, কুমিল্লা শোভন ২০টি, লাকসাম ২০টি, ফেনী ২০টি টিকেট প্রয়োজন। এদিকে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত ̈ন্ত অঞ্চল থেকে আগত টিকেট প্রত ̈াশী যাত্রীরা টিকেট ̄^ল্পতার কারণে হবিগঞ্জ জেলার যাত্রীরা প্রতিদিন উত্তেজিত হয়ে ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের স১ে⁄২ঁ প্রায় সময়ই আশোভন আচরন করে যাচ্ছে। এতে বর্তমানে চাহিদা সাড়ে ৮শ টিকেট বরাদ্ধ দাবী জানিয়েছেন হবিগঞ্জ জেলা নাগরিকবৃন্দ।
গত ১০ ডিসেম্বর সকালে রেল মন্ত্রী মজিবুল হকের কার্যালয়ে গিয়ে তার হাতে ̄§ারক লিপি তুলে দেন নেত…বৃন্দ। এ প্রেক্ষিতে রেলমন্ত্রী শায়ে ̄Íাগঞ্জ রেল ষ্টেশনে আন্তঃনগর টেধনের টিকেট পূর্বে কতটি ছিল তা দধুত তদন্ত করে টিকেট সংকট নিরসনের জন ̈ রেলের মহা-পরিচালককে নির্দেশ দেন। এ ছাড়া এ ব ̈াপারে হবিগঞ্জের কৃতি সন্তান ̄’ানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের অতিরি৩ সচিব অশোক মধাব রায় ও অর্থ মন্ত্রনালয়ের অতিরি৩ সচিব জালার আহমেদ আলাদা ভাবে রেল সচিব ও মহাপরিচালকের সাথে আলাপ করে ৬টি আন্তঃনগর টেধনের টিকেট সংকট নিরসনের অনুরোধ জানান। রেল সচিব ও মহাপরিচালক বিষয়টি দেখবেন বলে তাদেরকে আশ^ ̄’ করেন। এছাড়া আন্তঃনগর টেধনের টিকেট সংকট নিরসনে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন রেল মন্ত্রী বরাবরে ডিও লেটার দিয়েছেন। অপর দিকে শায়ে ̄Íাগঞ্জ রেলওয়ে জংশনের ষ্টেশন মাষ্টার মোঃ জাহা১⁄২ীর আলম ৬টি আন্তঃনগর টেধনের টিকেট আসন বৃদ্ধির জন ̈ রেলওয়ে উর্ধ্বতন বিভাগীয় বানিজি ̈ক কর্মকতার বরাবরে গত ১০ ডিসেম্বর লিখিত অতিরি৩ টিকেট বরাদ্দ পত্র পাঠান এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ¦ মোঃ আবু জাহির, চট্টগ্রাম রেলওয়ে সিসিএম, সিআরবি, হবিগঞ্জ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অতিরি৩ টিকেট বরাদ্দ পত্রের অনুলিপি দিয়েছেন।