হবিগঞ্জ প্রতিনিধি : জমকালো আয়োজন আর প্রাণের ছুয়ায় পালন করা হয়েছে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি ও হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান হবিগঞ্জবাসীর আলোকিত মুখ ‘শহীদ উদ্দিন চৌধুরী’র ৭০তম জন্মবার্ষিকী।
গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও অন্যান্য পেশাজীবি সামাজিক সংগঠনের উদ্যোগে স্থানীয় সুরবিতান ললিতাতলা একাডেমীর অডিটরিয়ামে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট -এর সাধারণ সম্পাদক নাট্যকার অনিরুদ্ধ কুমার ধর শান্তনু’র পরিচালনায় ‘প্রত্যাশার আলোঘর’-এর শিরোনামে অনুষ্ঠিত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি শিশু শিল্পীদের নৃত্যানুষ্টানের মধ্যে দিয়ে শুরুতেই মনোমুগ্ধকর হয়ে উঠে।
কেক কাটার মধ্য দিয়ে প্রাণের ছোয়ায় অনুষ্ঠিত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাব, জীবন সংকেত, খোয়াই থিয়েটার, শিল্পকলা একাডেমীসহ প্রায় অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতৃবৃন্দরা শহীদ উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রিয় শিক্ষক নিখিল ভট্রাচার্য্য কাছ থেকে উত্তরীয় গ্রহন করেন শহীদ উদ্দিন চৌধুরী। বন্ধুমহলসহ দীর্ঘ পথচলার সাথীদেরকে কাছে পেয়ে তিনি ছিলেন উচ্ছসিত। আনন্দ মুখরিত এই জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এডাভোকেট আবুল খায়ের, পূণ্যব্রত চৌধুরী বিভু, শরীফ উল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি মোঃ সাবান মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সভাপতি শামীম আহসান, কবি ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাশেম, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাতি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, কবি অপু চৌধুরী, ভাদৈ আইডিয়াল হাই স্কুলের সভাপতি রোটারিয়ান এম.এ রাজ্জাক, রোটারিয়ান ফনিভূষন, দিপুল রায়, বাদল রায়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।