আব্দুর রকিব : শনিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে আনুষ্টানিকভাবে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ২৯তম বি,এস এস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জনাব, এস, এম ফেরদৌস ইসলাম।
অস্থায়ী কার্যালয় হিসেবে আজ রোববার থেকে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে জানা যায়।
উল্লেখ থাকে যে, বিগত ২০ অক্টোবর ২০১৮ তারিখ শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মহোদয়ের অঙ্গীকারের প্রেক্ষিতে অতিদ্রুততার সাথেই শায়েস্তাগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হল।
এ ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ ছালেক মিয়ার স্বতঃস্ফুর্ত সহযোগিতা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জনাব রেজাউল করিম সাহেবের দায়িত্বশীল ভূমিকায় জেলা পরিষদ সদস্য আলেয়া বেগম, জহুর চাঁন বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জালাল উদ্দিন রুমি ও পৌর পরিষদের কাউন্সিলর বৃন্দের ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক জনাব মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তানভীর জাবেদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এস, এম ফেরদৌস ইসলাম কে নিয়ে অস্থায়ী কার্যালয় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন।
তাৎক্ষনিক এই আগমনে স্থানীয় ব্যক্তিবর্গ খবর পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কে দেখতে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন অতিশীঘ্রই শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনদের নিয়ে মতবিনিময় করবেন।