শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজদু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। মরহুম আজদু মিয়া নছরপুর গ্রামের আব্দুল মন্নাফ ওরফে মিয়ার বাপের দ্বিতীয় ছেলে।
আজদু মিয়ার ছোট ভাই স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মৃত্যুর বিষয়টি এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি জানান, তার ভাই দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আজদু মিয়ার শারীরীক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারমৃত্যুতে শোক জানিয়েছে হবিগঞ্জ জেলা, সদর উপজেল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।