মোয্যাম্মিল হক,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খানের সাথে নাসিরনগর উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সুধীজন,সাংবাদিক ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।তিনি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন।
বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ড সবার কাছে তুলে ধরেন। এসময় উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।