মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ’র উদ্যোগে শিক্ষিত বেকার মহিলদের মাঝে ৪ মাস মেয়াদি ২য় ব্যাচে প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল বুধবার থেকে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম অর্থনীতি ক্ষমতায়ন নারী উদ্যোকের বিকাশে ৩য় পর্যায় এর আওতায় জেলার যুব মহিলাদেরকে উক্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, প্রশিক্ষণ নেয়ার জন্য ৮শ’র বেশি প্রর্থীরা আবেদন করেন। এর মধ্যে দুই শীপটে ৫টি বিষয়ে ২শ ৫০জন কে উক্ত প্রশিক্ষনে সুযোগ দেয়া হয়েছে। এদেরকে পার্লার-বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইন, রান্না-ক্যাটারী, বিজনেস ব্যবস্থাপনা ও বিএন মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেয়া হবে।
সূত্র জানায়, একই বিষয়ে ডাবল শীফটে প্রশিক্ষণ দেয়া হবে। সকাল শীফটে ২৫ জন ও বিকেল ২৫জন এ ভাবে প্রতিটি ব্যচে ৫০ জন হিসেবে ৫টি বিষয়ে ২৫০জন শিক্ষিত বেকার যুব মহিলাকে ৪ মাস ব্যাপী উক্ত প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে মেধানুযায়ী সনদ পত্র ও প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা হিসেবে ভাতা প্রদান করা হবে।