ডেস্ক : অবশেষে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল আরেক স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মহেন্দ্র সিং ধোনির ভারতকে ৯৫ রানে হারিয়েছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। ২৯ মার্চ মেলবোর্নে শিরোপা লড়াইয়ে বিশ্বকাপের আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অসিরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ৩২৮ রানের বিশাল লক্ষ দাঁড় করিয়ে দেয় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ করেন অনবদ্য এক সেঞ্চুরি। বিশাল রানের নীচে চাপা পড়ে শুরু থেকেই ধুঁকতে শুরু করে ভারতীয়রা। কখনওই ভারতীয়দের মনে হয়নি তারা জয়ের পথে রয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩৩ রানেই অলআউট হয়ে গেলো ভারত।
সবচেয়ে বড় কথা, সিডনিতে ভারতীয়দের মনমতো উইকেট বানিয়ে, গ্যালারিকে পুরো ভারতের দখলে দিয়েও পারলো না ভারতকে ফাইনালে তুলে দিতে।