সৈয়দ সালিক আহমেদ ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজমীরিগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সোমবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচাললিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এসময় বিভিন্ন হোটেল ও ডিপার্টমেন্টাল ষ্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং ওজনে সঠিক পরিমাণ যন্ত্র না থাকায় মোট ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার এসআই মোঃ সাইফের নেতৃত্বে একদল পুলিশ এবং উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমজাদ হোসেন।