মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়া দরবার শরীফের ১১তম বাৎসরিক ৩ দিনব্যাপী উরস রবিবার থেকে শুরু হয়েছে।
ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহঃ এর পুত্র হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্ (রহ.) এর উরস আগামী মঙ্গলবার রাত পর্যন্ত চলবে। এবং আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
শাহসূফী আব্দুল্লাহ রহঃ মাজার কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ জানান দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুরিদানগণকে যথা সময়ে অংশগ্রহন করার জন্য আহবান করছি।