হবিগঞ্জ প্রতিনিধি : সাউথ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জের যুবক নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যায় নজরুল ইসলম। সেখানে তিনি জোহানেসবার্গ টাউনে একটি সুপার মার্কেটে হোলসেল এর কাজ করে আসছিল। শনিবার সকালে একদল সন্ত্রাসী মার্কেটে ঢুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে তার এক সহকারী বাড়িতে জানায়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিহতের আত্মীয় স্বজনদের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ চলছে।