চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ।এসময় বৈধ কোন কাগজপত্র না থাকায় ৩ টি স’মিলের চাকা খুলে সিলগারা করে দেয়া হয়।এগুলো হল বাহুবল উপজেলার সাটিয়াজুরী বাজারের আব্দুল কদ্দুসের স’মিল,আব্দুল মালেকের স’মিল ও চুনারুঘাটেরর সুন্দরপুর বাজারের নাসির স’মিল।
এর মধ্যে সাটিয়াজুরী বাজারের আব্দুল মালেকের স’মিল চালানোর হাই কোটের নির্দেশ রয়েছে বলে দাবি করেছেন আব্দুল মালেক।
গত শনিবার বিকালে সহকারী বন সংরক্ষক হবিগঞ্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক জানান,যাদের হাই কোটের নির্দেশ রয়েছে সে কাগজগুলো ল’ইয়ারের মাধ্যমে যাচাই বাচাই করে বৈধ হলে ফিরত দেয়া হবে।তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যে গত ৩ জুন সাটিয়াজুরী বাজারের আব্দুল মালেক স’মিল ব্যাতিত দুটি উপজেলার ৭ টি স’মিল সিলগালা করে দেয়া হয়।অজ্ঞাত কারনে তা কিছু দিন পরেই এ স’মিল গুলো আবার চালু হয়।