উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ রোদ্রগ্রাম সড়কের পুর্নবাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে রবিবার সন্ধায় আনুষ্টানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেছেন নবীগঞ্জ-আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ এমরান মিয়া, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, কাউন্সিলর আব্দুস সালাম, কবির মিয়া, সাবেক মেম্বার রফিক মিয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, বাউশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, প্রবাসী নেতা ফিরোজ উদ্দিন, নেতা সিরাজ উদ্দিন, খালিছ মিয়া, সাংবাদিক আলী হাসান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, যুবসংহতির যুগ্ম আহবায়ক আহমদ রেজা, মুজাহিদ আহমদ শাহিন, স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারন সম্পাদক নুর মিয়া, যুবনেতা শামিম আহমদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী প্রমুখ।