স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এবং বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম মানুষের ভালবাসা ও দেয়ায় স্বল্পসময়ের মাঝে কারাগার থেকে মুক্ত হওয়ায় মুরারবন্দ দরবার শরীফসহ বিভিন্ন মসজিদে শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই আতাউর রহমান সেলিম চলে যান চুনারুঘাট উপজেলার মুরারবন্দে অবস্থিত সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (র.) এর মাজারে। সেখানে তিনি জিয়ারত করার পর বাদ মাগরির মিলাদ মাহফিলে যোগদান করেন। সেখানে দলীয় নেতৃবৃন্দ ও তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও হবিগঞ্জ কোর্ট মসজিদ, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সওদাগর মসজিদ, বাজার স্টেশন মসজিদেও শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ তার বাসায় উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। দুঃসময়ে পাশে থাকার জন্য উপস্থিত নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জানান।
ক্যাপশনঃ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।