নবীগঞ্জ প্রতিনিধি ॥ “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রত্যয়কে ধারণ করে নবীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষন উদ্ভোধন, সনদ ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, সাংবাদিক মতিউর রহমান মুন্না, আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী, আব্দুল মুকিদ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। পরে যুবদের মাঝে সনদ ও ঋণ বিতরণ করা হয়।