বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাহুবল উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ করে। পরে বাহুবল অফিসার্স ক্লাবে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও ক্রেডিট সুপার ভাইজার জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) রফিকু ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান। বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াকুত আলী, রেজিয়া আক্তার, আব্দুল কাদির, সুবর্ণা আক্তার প্রমুখ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ক্রেডিট সুপারভাইজার আব্দুল করিম ও গীতা পাঠ করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রতন আচার্য্য।