শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : সিলেট-ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস বগীতে শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযান করেছে। জানা যায়, গতকাল শুক্রবার সকালে সিলেট-ঢাকাগামীআন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌছলে এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তানভীর আহমেদ নেতৃত্বে একদল বিজিবি নিয়ে ট্রেনের বগীতে তল্লাশি করে কোন কিছু পায় নি। অভিযান প্রায় ২০ মিনিট ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে দাড়ানো ছিল।