স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, দেশরতœ শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দশ বছরে দেশের যে উন্নয়ন করেছেন; স্বাধীনতা পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে নৌকায় ভোট দিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান।
গতকাল ৮০ লাখ টাকা ব্যয়ে আজমিরীগঞ্জের পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ভবন উদ্বোধন, ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শিবপাশা আব্দুল কদ্দুছ নূরীয়া দাখিল নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ও ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয়ে উর্ধমূখী ৩য় ও ৪র্থ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান মহোদয় এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধণ করে চলেছে। ষড়যন্ত্রের সকল বেড়াজাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশ আজ বিশ্বাসের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনেও নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।
শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, আরো বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল রায়, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান সাধারণ সম্পাদক আমীর হোসেন, যুব লীগ নেতা ইয়াউর মিয়া প্রমুখ।