আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজার ও লালমিয়া বাজারে গতকাল সোমবার বিকাল অনুমানিক ৪ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার। তাকে সহযোগীতা করেন থানার এস.আই ইকবালের নেতৃত্বে একদল পুলিশ।
এসময় ভ্রাম্যমান আদালত লালমিয়া বাজারের টুম্পা ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১ হাজার টাকা, ফয়েজ কসমেটিক্স ষ্টোরে মেয়াদউত্তীর্ণ পণ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ১ হাজার, টানবাজারের হেনা ষ্টোরে মেয়াদউত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি ও ফ্রিজ অপরিষ্কার রাখার কারণে দেড় হাজার টাকা অর্থদণ্ড করা হয়।