স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৯টায় শহরতলীর ভাদৈ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ওই সময়ে সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরের দিকে আসছিলেন।
উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তাকে বহনকারী মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হবিগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দসহ সাংবাদিকরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন কিছুটা শঙ্কামুক্ত।