মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের প্রথম দিনে জন দুর্ভোগ চরমে। স্কুল কলেজর ছাত্রছাত্রী, সরকারী চাকুরীজিবী, ব্যবসায়ীসহ পথচারীরা যোগাযোগে নানা বিড়ম্বনায় পড়েন। রোগী পরিবহনকারী এম্বুল্যান্সও রেহাই পায়নি তাদের কাছ থেকে।
টমটম কিংবা রিক্সায় যাত্রীরা যাতায়ত করতেও দেয়নি শ্রমিকরা। যাত্রী বোঝাই ছোট ছোট যানবাহন দেখলেই গাড়ি গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে মারমুখি হয়ে চালককে শাসিয়ে দেয় পরিবহন শ্রকিরা। এমন দৃশ্য দেখা যায় শহরের বিভিন্ন স্থানে।
ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে হবিগঞ্জে বিভিন্ন পয়েন্টে ব্যরিকেট দেয় শ্রমিকরা। ছোট যানবাহন চলা চলেও বাধাঁ সৃষ্টি করে তারা। চালক গাড়ী নিয়ে যাওয়ার চেষ্ট চালালে মারধোর করে ভয় সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় পেট্রোলপাম্প সংলগ্ন প্রধান সড়কে রাস্তায় ব্যরিকেট দিয়ে রাখে শ্রমিকরা। দুপুরে হবিগঞ্জ রোগী নিয়ে ঢাকাগামী একটি এম্বুল্যান্সকে গতিরোধ করে শ্রকিরা। উত্তোজিত হয়ে এক শ্রমিক এম্বুল্যান্স চালকে চড় থাপ্প মারতে শুরু করে। এসময় চালক ও শ্রমিক ঝগড়ায় জড়িয়ে পরে। বিষয়টি পথচারীরা মিমাংশা করে রোগী নিয়ে এম্বুল্যালাসকে ছেড়ে দেয়া হয়।