মোযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : নাসিরনগর গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ফুলতলী ছাহেব বাড়ির মাধ্যমে মুসলিম হ্যান্ডস ইন্টাঃ এর অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
২৮ অক্টোবর রবিবার বিকেলে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খান্দুরা হাবেলীর নাসিরনগরের সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের ছেলে সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান, সৈয়দ অাফজাল হোসেন সায়েম খান্দুরা হাবেলী, গোয়ালনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহারাজ মিয়া, সাবেক মেম্বার জয়নাল মিয়া, মুসলিম হ্যান্ডস ফুলতলী অফিসের কর্মকর্তা জামাল অাহমদ সহ স্থানীয় মুসল্লীবৃন্দ।অনুষ্ঠান শেষে মসজিদের ইমাম সাহেব ফুলতলী ছাহেব কিবলাহ’র দরজা বুলন্দি কামনা করে বিশেষ মোনাজাত করেন।