ছনি চৌধুরী ॥ নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় এনা পরিবহণের একটি বাস খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাও গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহণের বাসটি ওই স্থানে পৌছুলে যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। এতে বাসটি সড়কের পাশে দাড় করিয়ে রাখা হয়। বাসের যাত্রীরা বিকল্প পরিবহণে চলে যায়।
রাত ১টার দিকে দাড়িয়ে থাকা এনা পরিবহণের বাসটিকে মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা চালক ও হেলপার আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।