নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে থানার এস আই সামিউল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সোলাই মদ ও গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সোলাই মদসহ আটককৃত আশু দেবনাথ (৩০)কে ১৮ মাস, গাঁজাসহ আটককৃত ইউনুস মিয়া (৪০)কে ১ বছর ও শাহনাজ মিয়া (২৮)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন-হাসান। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।