বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নজরুল একাডেমির আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, আমাদের সামাজিক অবস্থা দিন দিন অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে নানা নীপিড়নমূলক ঘটনা ঘটছে। আমরা নীপিড়িতকে রক্ষা না করে আমরা ছবি তোলতে ব্যস্ত হয়ে পড়ছি এবং সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এটি কী একটি মানবতার বিপর্যয় নয়? এসব বিপর্যয় থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এ জন্য মানবতার কবি কাজী নজরুল ইসলামের শিল্প-সাহিত্যের ব্যাপক চর্চা হওয়া দরকার।
গতকাল সোমবার বিকেলে বাহুবল অফিসার্স ক্লাবে নজরুল একাডেমি বাহুবল শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথা বলেন। নজরুল একাডেমির সভাপতি ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল একাডেমি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, নজরুল একাডেমি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব মমরাজ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর। অর্থ সম্পাদক এমএ মজিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর, শিক্ষক অমল ভট্টাচার্য্য, সোহেল আহমেদ কুটি, অলিউর রহমান, প্রভাষক আইয়ূব আলী, বশির আহমেদ, এম শামছুদ্দিন, মখলিছুর রহমান, আয়াত আলী ও এম রশিদ আহমেদ প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন পংকজ কান্তি গোপ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নূরুল আমিন, গীতা পাঠ করেন অমিয় বাবু।
আলোচনা সভার পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়। সর্বশেষ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনকে সভাপতি, নূরুল ইসলাম মনি ও আব্দুল আউয়াল তহবিলদারকে সহ-সভাপতি, নূরুল ইসলাম নূরকে সাধারণ সম্পাদক, এম. শামছুদ্দিনকে যুগ্ম সম্পাদক, এমএ মজিদ তালুকদারকে কোষাধ্যক্ষ, মোঃ আয়াত আলীকে প্রচার সম্পাদক, মোঃ আলাউদ্দিনকে সম্পাদক (শিক্ষালয়), সাইফুর রহমান জুয়েলকে সম্পাদক (সাহিত্য ও সাংস্কৃতি), সামিউল ইসলামকে সম্পাদক (গবেষণা ও প্রকাশনা) এবং মোঃ আইয়ূব আলী, পংকজ কান্তি গোপ টিটু, মাওলানা নূরুল আমিন, তফাজ্জুল হক, সোহেল আহমেদ কুটি, সালাউদ্দিন, ফেরদৌস আহমেদ হৃদয়, ইমরুল কবির, এস.এ আবিদ, আহমদুল হক জাবের, সমরেশ ভট্টাচার্য্য, মখলিছুর রহমান, এম. রশিদ আহমেদ, কনক দেব মিঠু ও বশির আহমেদকে নির্বাহী সদস্য করা হয়েছে।