আজিজুল ইসলাম সজীব ॥ অজ্ঞান পাটির কবলে পড়ে সর্বস্ব খোয়েছেন স্বর্ণ ব্যবসায়ী রঘু দেব নাথ (৬০) নামে এক ব্যক্তি।
গতকাল শ্রীমঙ্গল থেকে বাড়ী ফেরার পথে হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস বাসে এ ঘটনা ঘটে। বাস হেলপার ফয়সল মিয়া জানান, রঘু দেবনাথ শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ আসবেন বলে বাসে উঠেন। বাসটি মিরপুর এলাকায় পৌছলে তার নিকট বাস ভাড়া আদায় করতে গিয়ে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন।
অজ্ঞান অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর পাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে তার পকেটে থাকা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি বি-বাড়িয়া সদরের উল্লা পাড়া এলাকার বাসিন্দা।