নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাহরাইন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে ৩লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। তবে পুলিশ দাবি করছে ঘটনাটি ডাকাতি নয়, চুরি।
শনিবার দিবাগত গভীর রাতে গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী আলাউর আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ১২/১৪ জনের ডাকাতদল বাহরাইন প্রবাসী আলাউর আহমেদের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা প্রথমে কলাপসিবল গেইটের তালা ও পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা মতিউর রহমানসহ পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ২ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪টি দামী মোবাইল ও অন্যান্য মালামালসহ অন্তত ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা ডাকাতির ঘটনা নয়, কলাপসিবল গেইটের তালা খোলা থাকায় চোরেরা বাড়ীতে ডুকে কিছু মালামাল নিয়ে গেছে।