স্টাফ রিপোর্টার ॥ চোর যেন পিছু ছাড়ছে না হবিগঞ্জবাসীর। দু’একদিন পর পরই জেলা শহরের কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। রবিবার সাংবাদিক আব্দুল হালীমের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেক বই ও দামি কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শহরের ২নং পুল এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক আব্দুল হালীম ‘দৈনিক প্রভাকর’ পত্রিকার সম্পাদক ও জনপ্রিয় চ্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা এবং এটিএন নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
তিনি জানান- গত শনিবার রাতে ঘর ও বাসার গেট তালাবন্ধ করে পরিবারের সবাইকে নিয়ে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় তার শ্বশুর বাড়িতে যান। সেখানে তিনি রাত্রিযাপন করেন।
সকালে নিজ বাসায় এসে ঘরের তালা ভাঙ্গা পান। পরে ঘরে প্রবেশ করে জিনিসপত্র অগোচালো এবং ভাংচুর দেখেন। চোরেরা ঘরে থাকা কাটের স্যুকেস ও আলমারী ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি কাপড় লুট করে নিয়ে যায়। এ ঘটনার তার প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান, ওসি (তদন্ত) মোঃ জিয়াউর রহমান।
গতকাল বিকেলে সাংবাদিক আব্দুল হালিম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।