মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনের সন্নিকটে একাত্তুরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার দলিল, বধ্যভূমির যথপুযুক্ত রক্ষণাবেক্ষন ও মর্যাদা রক্ষা হচ্ছে না।
সংগৃহীত তথ্যে জানাযায়, শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনের সন্নিকটে রাষ্ট্র স্বীকৃত বধ্যভূমিটি অরক্ষিত, অবহেলিত, নিরবে নিভৃত্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উক্ত বধ্যভূমির পাশের্^ই রক্ষণাবেক্ষনের জন্য পৌর মুক্তিযোদ্ধা সংসদ নামে একটি কার্যালয় রয়েছে। বাস্তবে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক এই বধ্যভূমি রক্ষণাবেক্ষণের কোন আলামত খোঁজে পাওয়া যায়না।
১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক গনহত্যার এক শোকাবহ স্মৃতিচিহ্ন অঙ্কিত হয়ে আছে এই বধ্যভূমিতে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এক করুণ অধ্যায়ব্যাপী লেখা আছে বধ্যভূমি আর গণহত্যার করুণ ইতিহাস। লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার ইতিহাসে দেশের সকল বধ্যভূমি উচ্চ মর্যাদায় স্থান পেয়েছে।
একাত্তুরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যায় যারা অকাতরে প্রাণ দিয়েছেন তারা সবাই সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার দাবীদার। তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া বাংগালী জাতির দায়িত্ব ও কর্তব্যের অর্ন্তভূক্ত। সেই বিবেচনায় শায়েস্তাগঞ্জের এই বধ্যভূমি উপযুক্ত মর্যাদা, সম্মান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরজমিনে গিয়ে দেখাযায়, শায়েস্তাগঞ্জ বধ্যভূমিটি রেল লাইন সংলগ্ন হওয়ায় রেল লাইন অতিক্রম ব্যতিত তথায় যাওয়ার কোন রাস্তা নেই। কিছুদিন পূর্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ মেইন রোড থেকে বধ্যভূমিতে যাতায়াতের সুবিধার্থে একটি স্বতন্ত্র পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই সড়কটি অজ্ঞাত কারণে এখন সিএনজি অটোরিক্সার দখলে। এ সড়ক দিয়ে মানুষ চলাচলের কোন পরিবেশ অবশিষ্ঠ নেই।
এ ব্যপারে আলাপকালে জেলা মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডারও বর্তমান জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায় জানান, বধ্যভূমির পাশর্^বর্তী দিঘীর পাড়ে আমগাছের ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি স্থানান্তর করা হবে।
সিএনজি স্ট্যান্ড নির্মাণের জন্য সেখানে মাটিও ভরাট করা হয়েছে। অস্থায়ীভাবে বধ্যভূমির এই সড়কটি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থায়ীভাবে এই সড়ক সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড হিসেবে ব্যবহারের কোন সুযোগ নেই। বধ্যভূমি রক্ষণাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদ, রক্ষণাবেক্ষনের বদলে এই ভবনের একাংশ রেস্তোরা ব্যবসার জন্য ভাড়া দেওয়ায় বধ্যভূমির পরিবেশ এখন হুমকির সম্মুখীন। প্রতিদিন মধ্যরাত অবধি বধ্যভূমির পাশে সিএনজি চালক ও রেস্তোরায় আসা ক্রেতা সমন্বয়ে আড্ডা চলে এবং বিভিন্ন আবর্জনা ও ধূমপান শেষে অবশিষ্টাংশ বধ্যভূমির সীমানায় নিক্ষেপ করা হয়।
ওই পথে নিয়মিত চলাচল করেণ, মোঃ করিম উল্লাহ জানান- রাতের আধাঁরে এখানে মাঝে মাঝে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদক সেবন করতে দেখা গেছে।
প্রায় দুই মাস পূর্বে এই বধ্যভূমির পবিত্রতা রক্ষার বিষয়ে হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় লেখা লেখির ফলে কর্তৃপক্ষ পাকা পিলার দিয়ে বধ্যভূমির সীমানা চিহ্নিত করে ঘিরে দিয়েছেন। এতে বধ্যভূমির সীমানা চিহ্নিত হলেও এর পবিত্রতা ও মর্যাদা রক্ষা নিশ্চিত হয়নি।
বাংলাদেশ স্বাধীনতা লাভের ৪৭ বছর পরও কিছু বধ্যভূমির সঠিক মূল্য ও মর্যাদা দিতে জাতি ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত স্থাপনা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জাতির প্রত্যাশা অনতি বিলম্বে উক্ত বধ্যভূমির প্রকৃত মর্যাদা রক্ষার্থে সঠিক রক্ষণাবেক্ষন নিশ্চিত করবেন।