শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

“মা” আমার অন্তরে প্রান্তরে(কবিতা)মোজহারুল হায়দার চৌধুরী জুনাইদ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

মা’দৃষ্টি সীমায়, দিব্যলোকে তুমি নাই!
কল্পলোকে, স্বপ্নলোকে তোমাকে যে পাই।

তুমি আমার অস্তিত্ব, তুমি আমার নিশ্বাস;
তুমি আমার প্রেরণা, তুমি আমার বিশ্বাস।
তুমি আমার শিরায়-শিরায় বহমান রক্ত কণিকা;
তুমি আমার শ্রেষ্ঠ কবিতার কষ্টের চয়নিকা।

তুমি আমার আতুর ঘর, তুমি আমার ছেলে বেলা;
তুমি আমার আর্দশ, তুমি আমার অস্ফুট কথা বলা;
তুমি আমার জীবন, জীবনান্তের পড়ন্তবেলা;
তুমি আমার তর্জনী ধরে অন্তহীন পথচলা।

তুমি আমার শিক্ষক, তুমি আমার পরীক্ষক;
আমি তোমাতে বিলীন, তুমি হীনা আমি নিরর্থক।

তুমি আমার নিরন্তর অন্তরের অন্তস্থল;
তুমি আমার নিবিড় নীল, সাত সমুদ্রের সবটুকু জল।
তুমি আমার দৃষ্টিহীনের দিব্যদৃষ্টি, রবির কিরণ;
তুমি আমার এ মর্তে আসার একমাত্র কারণ।

তুমি বিকলাঙ্গের অঙ্গ সম্পদ, শ্রষ্ঠার করুণা;
তুমি চিরশুষ্ক মরুর বুকে ¯স্রোতস্বিনী যমুনা।
তুমি আমার তীব্র পিপাসায় সুশীতল জল,
তুমি নির্জীব ন্যুজ কাহিলের অদম্য বল।

তুমি আমার মর্মপীড়ায়, সর্বব্যাধির চিকিৎসক;
তুমি আমার স্নায়ুরোগের, সর্বোত্তম প্রতিষেধক।
তুমি ক্ষুদায় অশন, থাকেনা ক্ষুধা দিখিলে বদন।
তুমি আমার, অবচেতনের শাণিত চেতন।

তুমি আমার তপ্ত মরুর বুকে সুশীতল ছায়া;
তুমি আমার পাষাণ হৃদয়ে নিখাদ কোমল মায়া।

তুমি আমার দুঃখ বেদনায়, অনাবিল স্নিগ্ধ চাঁদের হাসি;
তুমি আমার ভগ্ন হৃদয়ের প্রবোধ রাশি রাশি।

আমি কাঁদলে মাগো তুমিও কাঁদতে ক্ষণিকের তরে;
মা তুমি নাই বলে আমি কাঁদি জনম জনম ধরে।
অনন্ত সেই কান্না,
কে দেবে আমায় সান্তনা? ফিরে এসো ফিরে এসো;
“মাগো” তুমি একটি বারের তরে,
নয়ন ভরে দেখব তোমায় জনম জনম ধরে।

তুমি আমার “মা”
পিতা মাতার তরে নয়নাশ্রু ভরে, দোয়া চাই আমরা;
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!