ক্রীড়া ডেস্ক : মুখে হাত দিয়ে আছেন সাকিব। চোখ পানিতে টলমল। চোখে হাহাকার। তাকে জড়িয়ে কাঁদছেন মুশফিকও।- বাংলাদেশের ক্রিকেটের কথা এলেই এতোদিন অনেকের চোখে ভেসে আসতো এই ছবিটা। পেশাদারিত্ব ছাপিয়ে এমন ক্রিকেট যে হৃদয় দিয়েও খেলা হয়, তা জানান দেয় এই ছবি।
বাংলাদেশের ক্রিকেটের অসামান্য আক্ষেপের ছবিও এটি। ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সাথে হেরে যায় বাংলাদেশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে হেরে কান্নায় ভেঙ্গে পড়েন সাকিবরা।
বাংলাদেশ এর আগে দুইবার এশিয়া কাপের ফাইনালে ওঠে। একবার ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটে আরেকবার ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে।
২০১২ সালের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম পর্বে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করে জেতে বাংলাদেশ তাই পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯ রানেই দুটি উইকেট হারায়। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান।
জবাব দিতে নেমে বাংলাদেশের তামিম ইকবাল ও নাজিমুদ্দিন ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল। শেষ দুই ওভারে প্রয়োজন ছিলো ১৯ রান। মাহমুদুল্লাহ ও আব্দুর রাজ্জাক ৪৯তম ওভারে তোলেন ১০। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৯ রান। পাকিস্তানের হয়ে বল করেন আইজাজ চিমা।
প্রথম চার বলে পাঁচ রান নেন ব্যাটসম্যানরা। শেষ দুই বলে প্রয়োজন ছিলো চার রান।
পঞ্চম বলে আব্দুর রাজ্জাক আউট হয়ে যান, শেষ বলে একটি লেগ-বাই রান আসে। বাংলাদেশ ২ রানে হেরে যায়।
এই ম্যাচ হারের পর বাংলাদেশের সাকিব, মুশফিক, নাসির হোসেনরা মাঠেই কান্নায় ভেঙ্গে পড়েন।
সেই আক্ষেপ আর অপ্রাপ্তির আক্ষেপ মুছে ফেলার আজ আবার টাইগারদের সামনে। আজ আবার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
এবার অবশ্যই আগেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টাইগাররা। আজ তাদের সামনে প্রতিপক্ষ ভারত। আজ জিততে পারলে সেই কান্নার ছবি মুখে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার হয়ে উঠবে নতুন এক ছবি। যে ছবি উৎসবের। যে ছবি উদযাপনের।