স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের ডাকাত ঝন্টু ওরফে ঝান্টু মিয়া (২৮) কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের সলিম উল্বার ছেলে ঝন্টু ওরফে ঝান্টু মিয়া দীর্ঘদিন যাবৎ সিলেট বসবাস করে আসছে।
ঝন্টু সিলেট-হবিগঞ্জ এবং বানিয়াচঙ্গে একটি নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ডাকাতি সংঘটিত করে আসছে। ঝান্টুর বিরুদ্ধে সিলেট এর গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা (মামলা নং-২৫, তারিখ-২২/০৭/১০ইং) রয়েছে।
এ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন ধরে পুলিশ চোখ ফাকিঁ দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল।
গতকাল রাতে সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা’র নেতৃত্বে এসআই জুলহাস, এএসআই কানন কুমারসহ একদল পুলিশ কুর্শা খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঝন্টু ওরফে ঝান্টু মিয়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাউয়ুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারকৃত ঝন্টু ওরফে ঝান্টু মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।