আজ আমার একমাত্র মেয়ে আজহা তাবাচ্ছুম আনিশা (তেলাপুকা) এর শুভ জন্মদিন।
তখন থেকেই সবার কাছে এ নামে পরিচিত হয়ে উঠতে লাগলো।
হাটি হাটি পা করে আমার মেয়ে আজ তিন বছরে পদার্পণ করলো। সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে।
২০১৫ সালের ৯ অক্টোবর ভোর সকাল সূর্যারশ্মির কিরণে চারপাশ ঝলমল করছিলো। এমনি এক উজ্জ্বল আলোকিত সকাল ৪ টা ৩৮ মিনিটে এই দুনিয়াতে প্রকৃতির মুখে হাসি ফুটিয়ে রক্তবর্ণ ধারণ করে পুবাকাশে ঝিলিক দিয়ে উঠলো সোনালী সূর্য। দিনটা ছিল ঈদ উল আজহার।
সারাক্ষন মেঘের কান্না আর ঘোমরাচ্চন্ন প্রকৃতির মুখে হাসি ফুটিয়ে রক্তবর্ণ ধারণ করে পুবাকাশে ঝিলিক দিয়ে উঠলো সোনালী সূর্য।
আমাদের ভালবাসে আলোকিত করে সুতীব্র চিৎকারের মাধ্যমে তার আগমনের বার্তা জানিয়ে দিলো পৃথিবীকে।
আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ এই আমার মেয়ে আজহা তাবাচ্ছুম আনিশা (তেলাপুকা)অনেক অনেক শুভেচ্ছা বাবা পাগলী আমার।
অনেক অনেক ভালবাসি তোমার বাবা,
আজিজুল ইসলাম সজীব।