মোযযাম্মিল হক মাছুমী,বিশেষ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় ইমাম হোসাইন (রাঃ) শাহাদাৎ দিবস তথা পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে। পহেলা মহররম থেকে শুরু করে দশ মহররম শুক্রবার সারারাত্র ব্যাপী ফান্দাউক মাদ্রাসা ময়দানে সমাপনী দিবসে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিদিন কুরআন খতম সহ বাদ আসর পবিত্র মহররম নামা পাঠ, মিলাদ ও দোয়ার মাধ্যমে দ্বারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব পীরজাদা আলহাজ্জ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনীর পরিচালনায় দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী মাহফিলের সভাপতি হিসেবে তরিকার তা’লিম তাওয়াজ্জুহ ও মূল্যবান তারবিয়াত পেশ করেন।
বাদ ইশা থেকে রাত ব্যপী দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণের মধ্যে আলোচনা পেশ করেন মাওঃ মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাওঃ কামাল উদ্দিন আনসারী, মাওঃ সৈয়দ জাকারিয়া আহমাদ, মাওঃ হুমায়ুন কবীর, হাফেজ আব্দুর রহমান, মুফতি শাহআলম মাছুমী, গাজী আব্বাস উদ্দিন, মুফতি মোযযাম্মিল হক মাছুমী প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী সহ দরবারের অসংখ্য বক্ত মুরিদ ও মুহিব্বীন।
ফজর পীরজাদা আলহাজ্জ্ব মাওঃ মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী তরিকতের তা’লিম প্রদান পূর্বক মিলাদ শরীফ ও বিশ্য মুসলিমের মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করবেন।