মাধবপুর প্রতিনিধি ॥ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের সুমন মিয়া (৩২) মারা গেছেন। তিনি ওই গ্রামের আহাদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় তার বাসা থেকে কর্মস্থলে যাবার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হলে প্রায় ১১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেল বাংলাদেশী ওই যুবক।
গত ১১ সেপ্টেম্বর সুমন মিয়া দেশে ফেরার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাড়িতে আসা তার আর হলো না, অবশেষে লাশ হয়ে ফিরতে হবে থাকে। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান সুমন মিয়া। গত ৮ সেপ্টেম্বর কোতা দামানসারা সিলাংগর এলাকায় প্রাইভেট কার চাপায় সুমন সহ ৯ বাংলাদেশী আহত হন।
এ সময় ৯ জন বাংলাদেশীকে সুংগায়বুলু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর বুধবার রাতে তার মৃত্যু হয়। সুমনের ছোট ভাই আলামিন জানান, মালয়েশিয়া থেকে তার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সুমনের মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।