নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর কেন্দ্রীয় প্রাইমারী স্কুলের সামনে সুমাইয়া কসমেটিকস এন্ড ইয়ামনি গিফট সেন্টারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় লোকজন আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে।
খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক আবু সাইয়িদ জানান, তিনি দোকান বন্ধ করে বাইরে যান। খবর পেয়ে দোকানে এসে আগুনের ঘটনা দেখতে পান।
এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আগুনের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।