নবীগঞ্জ প্রতিনিধি : মানবতার সেবায় নিয়জিত একদল যুবকদের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। ডাক্তার সামিউর রহমান সৈকতের সহযোগীতায় এ সেবা কার্যকম অনুষ্টিত হয়েছে। সরেজমিনে উপজেলার কায়স্থগ্রামে বিনামূলে চিকিৎসা সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, এলাকার শতাধীক নারী পুরুষ দল বেঁধে আসেন চিকিৎসা সেবা নিতে। বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে গ্রামের সাধারণ মানুষদের মনে আনন্দময় পরিবেশ সৃষ্টি লক্ষ করা গেছে।
বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ মনোভাব কী করে সৃষ্টি হয়েছে জানতে চাইলে ডাক্তার সামিউর রহমান সৈকত বলেন, ছোট বেলা থেকেই সাধারণ মানুষের সেবা করার খুবই আগ্রহ ছিল। নিজ এলাকার বাহিরে থেকে লেখা পড়া করেছি তাই কেমন একটা কিছু করতে পারিনি। এখন বন্ধুদের ভালবাসায় ও তাদের সহযোগীতায় সাধারণ মানুষদের জন্য কিছু একটা করতে পারলে নিজের জীবন ধন্য মনে হবে।
এসময় সার্বিকভাবে সহযোগীতা করেন, মানবতার সেবায় নিয়জিত যুবকদের মধ্যে মোঃ রাশেদ মিয়া,রাজু আহমেদ,তোহেল মিয়া, আহমেদ জুবেল,সবুজ আহমেদ, কামাল আহমেদ,ইব্রাহীম মিয়া ও কায়স্থগ্রাম আলোরপথ কল্যাণ সংস্থা। যুবকদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।