ক্রীড়া ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১২ আর ২০১৬ সালে রানার্স আপ হওয়ার আক্ষেপ ঘোচানোর জন্য আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মাশরাফিবাহিনী।
এই টুর্নামেন্টের ১৪তম আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই দুই দল এর আগে ৪২ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে দ্বীপরাষ্ট্রটি ৩৬-৬ ব্যবধানে এগিয়ে আছে।
টাইগারদের সম্ভাব্য একাদশ:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেরক্ষক), উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।