নিজস্ব প্রতিনিধি: বাহুবলে সাংবাদিক ও সংবাদপত্রকে নিয়ে কটুক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিকরা। এ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাহুবল মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা।
শুক্রবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ প্রতিবাদ জানানো হয়।
ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সামছুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা নূরুল আমিন, এম সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, আব্দুল মজিদ শেখ, সাইফুর রহমান জুয়েল, এফ.আর হারিছ, এম.এ মজিদ তালুকদার, ইসমাইল মাহমুদ ফিরোজ, সোহেল আহমেদ, ডা. হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম ও সামিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলাকে কেন্দ্র করে কামাইছড়া মাঠে খেলোয়াড়দের উপর হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বিক্ষুব্ধ জনতা বাহুবল বাজারের টাউন হোটেল ও অপর একটি মুদি দোকান ভাংচুর করে।
এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঐ দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় কথিপয় বক্তা সাংবাদিক ও সংবাদপত্র নিয়ে আপত্তিকর, কটুক্তিপূর্ণ ও মানহানীকর বক্তব্য প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।