বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জের দি প্যালেসে প্যালেস রিসোর্টে কর্মশালার উদ্বোধনকালে স্পীকার

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ সদস্যগণ স্থানীয় উন্নয়ন ও সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছেন। এসডিজি অর্জনেও সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় এসডিজি লক্ষ্য সংশ্লিষ্ট কর্ম-পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আইন প্রনয়ন ও স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব মূল কাজ হলেও সংসদ সদস্যগণ যুব উন্নয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখছেন যা তৃণমূলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

তিনি শুক্রবার বিকেলে হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোল অপ এমপিস ইন মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টিং এসডিজিস বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,এসডিজি’র লক্ষ্যগুলো সংসদ সদস্যদেরকে যথাযথ অবহিত করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ পদক্ষেপ নিয়েছে এবং তৃণমূল পর্যায়ে সংসদ সদস্যগণ জনগণকে সম্পৃক্ত করে এসডিজি লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় সংসদ মন্ত্রণালয়ের কাজে আরও বেশি স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছেযেখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশ সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের এসডিজি অর্জনে সক্ষমতা বাড়াতেও কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। এমডিজির মতো এসডিজি যথাসময়ে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরি করে পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবেলায় নিজস্ব তহবিল গঠনের প্রথম নজির স্থাপন করেছে। আর সে কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এর ন্যায় বিরল সম্মানে ভূষিত হয়েছেন। নিজস্ব অর্থায়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তার ন্যায় নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে –যা এসডিজি অর্জনে সহায়ক অনুসংগ হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ভিশন-২০২১, ডিজিটাল বাংলাদেশ এ সকল অর্জন বাংলাদেশকে শক্ত অর্থনৈতিক ভিতের উপর সুপ্রতিষ্ঠিত করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। এ সময় তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান ।

ইউএন আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি,প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্বাগত সম্ভাষন জানান জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, অনুষ্ঠানে ইউএনডিপি’র কনসালটেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন এবং একটি গরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি নিউইয়র্ক টীম লিডার মি. চার্লস স্যাভেল।
বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, এসডিজি অর্জনের জন্য সংসদ সদস্যদের যেমন গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে তেমনিভাবে মিডিয়ারও অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

পরে স্পীকার কর্মশালা এর শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য ২ দিনব্যাপী এ কর্মশালায় হবিগঞ্জহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিসহ ৩০ জন সংসদ সদস্য, ১২ জন সরকারী কর্মকর্তা এবং ১০ জন জাতীসংঘের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এর আগে শুক্রবার সকালে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে স্পিকারসহ সকল অংশগ্রহণকারী শায়েস্তাগঞ্জ স্টেশনের নামলে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরের সহস্রাধিক সমর্থক এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্টেশন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!