শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ পৌর শহরে নাজমা কমিউনিটি সেন্টার ও শাহজালাল বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার এ জরিমানা আদায় করেন।
সূত্র জানায়- খোলা জায়গায় গরু জবাই করায় পরিবেশ দূর্ষনের অপরাধে নাজমা কমিউনিটি সেন্টারকে ১০ হাজার ও বিএসটিআই’র অনুমোদন না থাকায় ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় শাহজালাল বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বেকারী থেকে মেয়াদোত্তীর্ণ খাবার ও কেমিক্যাল ডাস্টবিনে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার বলেন, বেকারীতে মানসম্মত পরিবেশে খাবার তৈরী না করলে সীলগালা করা হবে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।