নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউপি’র সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ——- রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর।
মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বানিয়াচং উপজেলার মদনমুরদ নিজ গ্রামের মাঠে বিকেলে শেষ জানাজার পর সারংবাড়ি পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, দুই জমজ ছেলে আসিফ আব্দুল্লা নির্জয় ও হাসিফ আব্দুল্লা নির্ভীক, এক ভাই মোহাম্মদ কামালসহ বহু গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান।
সাবেক এ ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।